Uttar Banga Sangbad, 18 th May 2004, Kolkata

Uttar Banga Sangbad, 18 th May 2004, Kolkata

img

জল রঙে বাস্তবের অনুকৃতি

অনন্ত মণ্ডল কলকাতার সরকারি আর্ট কলেজের ভিসুয়াল আর্টসের তৃতীয় বর্ষের ছাত্র।গত ফেব্রুয়ারীতে তার বয়স সবে একুশ পেরিয়েছে, কিন্তু এরই মধ্যে তার আঁকা জলরঙের ছবির প্রথম একক প্রদর্শনীটি (কলকাতার একাডেমী অফ ফাইন আর্টস, ৫ থেকে ১০ মে ) শিল্প রসিক ও দর্শকের মধ্যে উৎসাহের সৃষ্টি করেছে। জল রং এবং রিয়ালিসম বাবাস্তবের অনুকৃতির দিকেই অনন্তের প্রবল ঝোঁক। জলরঙের স্বাভাবিক নমনীয়তা ও ম্যাজিক তাকে প্রবল আকর্সন করে। অনন্তের ছবির মধ্যে একজন প্রকৃত চিত্রশিল্পীর মতই বাস্তবের সঙ্গে সঙ্গে মিশে থাকে কল্পনা ও দার্শনিকতা।

গনেশ পাইনের জলরঙের স্বাভাবিক দার্শনিকতা, এম এফ হুসেনের ফর্ম ও নিজস্বতা, টার্নারএর ছবির গতি, রেমব্রান্টের আলো ছায়ার ম্যাজিক তাকে প্রভাবিত করে।শিল্পসমালোচক ও দর্শকেরা আশা করছেন তরুণ অনন্ত ভবিষ্যতের এক সম্ভাবনাময় শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হবেন।

দেবদুলালদাস।